প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এ টু আই) প্রকল্পের সার্ভিস ইনোভেশন ফান্ডের চতুর্থ পর্বের জন্যে আবেদন পত্র জমা নেয়া শুরু হয়েছে এবং আগামী ৩০শে অক্টোবর ২০১৪ পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে। এমতাবস্থায়, আপনার দপ্তর বা আপনার অধিক্ষেত্রাধীন দপ্তর বা প্রতিষ্ঠানসমূহকে সেবামূলক উদ্ভাবনী কর্মে অনুদান প্রাপ্তির নিমিত্তে প্রস্তাব প্রেরণে উদ্বুদ্ধ করার জন্য বিনীত অনুরোধ করা হলো। আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ইতোপুর্বে কোনও পর্বে আবেদন করে থাকলেও নতুন আইডিয়া নিয়ে আবেদন করতে বাধা নেই। সুতরাং, আপনি বা আপনার প্রতিষ্ঠান এক বা একাধিক নতুন উদ্ভাবনী প্রকল্প নিয়ে আবেদন করতে পারেন। ১। এই ওয়েব ঠিকানায় লগ ইন করতে হবে: http://www.e-service.gov.bd/ideabank/login২। যদি আবেদনকারীর কোন আইডি তৈরি না থাকে তাহলে তাঁকে Signup (সাইনআপ)বাটনে ক্লিক করতে হবে।৩। আবেদনকারীর প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে Submitবাটনে ক্লিক করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।৪। নিবন্ধনের সময় আবেদনকারীর দেয়া মোবাইল নম্বরে ও ই-মেইলে মেসেজ চলে আসবে।৫। আবেদনকারীর ই-মেইল বক্সে Idea Bankথেকে কোন ইমেইল এসেছে কিনা তা খুঁজতে হবে। যদি ই-মেইল আসে তাহলে সেই ই-মেইলে দেয়া ওয়েবসাইট ঠিকানায় ক্লিক করতে হবে। যদি আবেদনকারী কোনও ই-মেইল না পেয়ে থাকেন তাহলে Spam, trashঅথবা junk -এ খোঁজ করতে হবে। ৬। এবার একটি লগ ইন জানালা খুলবে যেখানে নিবন্ধনের সময় দেয়া আবেদনকারীর ই-মেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে Login(লগইন) বাটনে ক্লিক করতে হবে।৭। এবার আবেদনের জানালা খুলবে। নতুন আবেদন জমা দিতে আবেদনকারীর Create new application (নতুন আবেদন করুন)বাটনে ক্লিক করতে হবে।৮। আবেদনকারীকে আবেদন পত্রের প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করতে হবে। আবেদনকারী চাইলে তাঁর দেয়া তথ্যাদির খসড়া সংরক্ষণ করতে পারবে। একবার সমস্ত তথ্য লেখা শেষ হলে, আবেদনকারীকে আবেদনপত্র দাখিল করতে হবে। একটি SMS-এর মাধ্যমে আবেদনকারীর আবেদন প্রাপ্তির সংবাদ তাঁর দেয়া মোবাইল নম্বরে পৌঁছে যাবে। সার্ভিস ইনোভেশন ফান্ডের চতুর্থ পর্বের জন্যে যেই আবেদন পত্র অনলাইনে দেয়া হয়েছে, তাঁর বিস্তারিত বিবরণ আপনাদের সুবিধার্তে সংযুক্তি আকারে প্রদান করা হল। নিম্নোক্ত ঠিকানায়ে সার্ভিস ইনোভেশন ফান্ড সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে: http://a2i.pmo.gov.bd/content/frequently-asked-question-faq-innovation-fund এছাড়াও এ বিষয়ে কোন প্রকার প্রশ্ন কিংবা মতামত থাকলে, আবেদনকারীকে নিম্নের ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হল। সার্ভিস ইনোভেশন টিমএ টু আই প্রোগ্রামপ্রধানমন্ত্রীর কার্যালয়ফোন নং: 9183452, 9183453, 9183454, 9183455, 9183457, 9183458এক্সটেনশনঃ ১৩৪, ১৩০মোবাইল নং: ০১৮১৯ ০০৩৭০৭ , ০১৭১৭৮২৮৩৩৮
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস