সিরাজগঞ্জ সদর হতে বাস/সিএনজি যোগে এনায়েতপুর কেজি মোড় হয়ে এনায়েতপুর নৌকা ঘাট হতে নৌকায় চৌহালী উপজেলায় আসতে হয় । এছাড়া উপজেলা হেড কোয়ার্টার হতে প্রায় সব ইউনিয়ন পরিষদে নৌকায় যাতায়াত করা যায় । এছাড়া এ উপজেলার সাথে টাংগাইল জেলার নাগরপুর উপজেলার সাথে সড়ক যোগাযোগ রয়েছে সেখানে যেতে টেম্পু/মটর সাইকেট/ভ্যান একমাত্র মাধ্যম । এছাড়া উত্তর পাশ দিয়ে শাহজানী হয়ে গেলাচত্বর হয়ে টাংগাইল, সিরাজগঞ্জ ও ঢাকায় যাতায়াত করা যায় । সিরাজগঞ্জ জেলার সাথে এ উপজেলার সরাসরি কোন সড়ক যোগাযোগ নেই ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস