চৌহালী উপজেলা নদী মাতৃক উপজেলা । এ উপজেলার অধিকাংশ এলাকা জুড়ে বইছে যমুনা নদী । যমুনা নদীর কারণে অত্র্র উপজেলা দুই ভাগে বিভক্ত হয়েছে । একভাগ যমুনা নদীর পশ্চিমাংশে এবং অপরভাগ যমুনা নদীর পূর্বাংশে অবস্থিত । যমুনা নদী ছাড়াও এ উপজেলায় এ নদীর শাখা ধলেশ্বরী নদী রয়েছে । যমুনা নদীর ভাঙ্গনে অত্র উপজেলার অফিস ভবনগুলির পার্শ্বে বর্তমানে নদীর অবস্থান । গত বছরে উপজেলা পরিষদ রক্ষার্থে নদীতীর সংরক্ষণ বাঁধ দেয়া হয়েছে । বর্তমানে উপজেলা পরিষদ হুমকির মূখে ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS